Breaking







Sunday, 13 July 2025

সরাসরি INTERVIEW এর মাধ্যমে কলকাতায় ECIL এ 70 টি কর্মী নিয়োগ।

 


যে যে পদে নিয়োগ করা হবে:-

1.প্রজেক্ট ইঞ্জিনিয়ার।

2.টেকনিকাল অফিসার।

3.অফিসার।


চুক্তি- একবছরের জন্য হবে।

1.প্রজেক্ট ইঞ্জিনিয়ার- ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্ততপক্ষে 60% নম্বরের সাথে BE/B.Tech ডিগ্রী থাকলে চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি অবশ্যই চাকরিপ্রার্থীকে যথাযথ অভিজ্ঞ হতে হবে। এই পদে আবেদনের জন্য প্রত্যেকটি চাকরি প্রার্থীর অন্ততপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।


2.সংস্থার বিভিন্ন টেকনিক্যাল কাজ অপারেট করার জন্য এই পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে ন্যূনতম 60% নম্বরের সাথে BE/B.Tech ডিগ্রী অর্জন করলে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি থাকতে হবে অন্ততপক্ষে এক বছরের পূর্ব অভিজ্ঞতা।


3.যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে B.Sc ডিগ্রী থাকলেই চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি অবশ্যই সংশ্লিষ্ট পদে কাজ করার অন্ততপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।

No comments:

Post a Comment